খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

উন্মুক্ত হলো জিপিটি ৪

১৪ মার্চ ‘জিপিটি-৪’ উন্মুক্ত করা হয়েছে ১৪ মার্চ। ভিডিও লাইভ স্ট্রিমিং-ও করেছে চ্যাটজিপিটি। সেটা একবার দেখে নিতে পারেন:

প্রতিষ্ঠানটির দাবি ‘জিপিটি-৩’ অথবা ‘জিপিটি-৩.৫’ থেকেও নিরাপদ ও নির্ভুল আউটপুট দিতে পারবে এটি। নতুন সংস্করণটি মানুষের মতোই কর্মদক্ষতা দেখাতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, নতুন সংস্করণটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার সক্ষমতাও রাখে। ওপেনএআই জানিয়েছে, কম্পিউটিং জগতের সব গুরুত্বপূর্ণ গ্রোগ্রামিং ভাষায় দক্ষতা আছে জিপিটি-৪ এর। পেশাদার প্রোগ্রামাররা এখন পাইথন, জাভা, পিএইচপির মতো কোডের আউটপুট অনায়াসেই পাবেন। এমনকি কোনো কোডে ভুল বা বাগ থাকলে জিপিটিই তা বের করে দিতে পারবে।

প্রোগ্রামিং গবাদে গাণিতীক দক্ষতাও বেড়েছে চ্যাটজিপিটি-৪ এর। এখন ছাত্রছাত্রীরাও এটিকে ব্যবহার করতে পারবে নিজের জটিল কোনো হিসেব নিকেশ বের করতে। ওই ইউটিউব ভিডিওতে দেখা গেছে, চ্যাটজিপিটি এখন ২৫ হাজার শব্দ-সমৃদ্ধ লেখা নিয়ে কাজ করতে পারে। তাই বইয়ের লেখা সংক্ষিপ্ত করার কাজটিও এই কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে। এমনকি লেখার সমালোচনার কাজটিও করতে পারবে চ্যাটজিপিটি।

এখানেই নতুন সংস্করণের চমক শেষ নয়। চ্যাটজিপিটিকে ছবি দিলে সেই ছবি থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে নানা তথ্য দিবে। তবে এখনও জিপিটি-৪ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই সংস্করণটি পেইড সার্ভিস হিসেবে চালু করা হবে। 

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here