পার্কিং লটে গাড়ি পাহারা দেয় এই রোবট
পার্কিং লটে গাড়ি রেখে সুপারশপে কেনাকাটা করার সময় অনেকেরই মন পড়ে থাকে গাড়ির দিকে। মনে মনে ভাবতে থাকেন, গাড়ি চুরি হয়ে যায়নি তো। অন্য গাড়ি পার্ক করার সময় ধাক্কা দেওয়ার আশঙ্কাও উঁকি দেয় মনের কোণে। সমস্যার সমাধান দেবে ‘নাইটস্কোপ কে ৫’ রোবট।নাইটস্কোপের তৈরি ডিম আকৃতির রোবটটি স্বয়ংক্রিয়ভাবে পথ চলতে পারে। সেন্সর ও ক্যামেরাযুক্ত থাকায় আশপাশের দৃশ্যও ধারণ করতে পারে রোবটটি। ধারণ করা ছবি দূর থেকে দেখা যাওয়ায় রোবটের চারপাশে সহজেই নজরদারি করা যায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে রোবটটি ব্যবহার করছে লোজ সুপার স্টোর।
সূত্র: বিজনেস ইনসাইডার