Home Technology দুর্ধর্ষ ক্যামেরা, হাইপার চার্জিং নিয়ে আসছে শাওমি ১৩ প্রো

দুর্ধর্ষ ক্যামেরা, হাইপার চার্জিং নিয়ে আসছে শাওমি ১৩ প্রো

0
204
Xiaomi 13 pro

শাওমি গত বছর ডিসেম্বরে শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো নামে দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। চীনের সীমানা পেরিয়ে এবার বিশ্ববাজারে আসছে শাওমি ১৩ সিরিজ। আবার গ্লোবাল মার্কেটে এই লাইনআপে স্ট্যান্ডার্ড ও প্রো ভার্সনের পাশাপাশি শাওমি ১৩ লাইট নামে একটি নতুন মডেল আসবে বলে জানা গেছে।

শাওমি ১৩ প্রো হ্যান্ডসেটটি চীনে ৬.৭৩ ইঞ্চির ২কে ওলেড (OLED) ডিসপ্লে সহ উন্মোচিত হয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং ১৯০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো জিপিইউ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, শাওমি ১৩ প্রো-এর ব্যাক প্যানেলে লাইকা (Leica)-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১৩ প্রো-এ ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৮২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here