আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট’
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট। এবার এর নামকরণ করা হয়েছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’। দেশের  তথ্যপ্রযুক্তি সংগঠন এবং প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ১৬টি দল এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে পাঁচ দিনের এই টুর্নামেন্ট শুরু হবে।

আজ শনিবার ঢাকার ধানমণ্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত জানান ‘বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট’—এর আয়োজক কমিটির আহ্বায়ক এবং বিসিএসের সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া।

বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, বিসিএস পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, ইভেন্ট কমিটির চেয়ারম্যান কাজী আশরাফুল আলম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান টিটো, টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেডের প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমন্টের প্রধান এ কে এম দিদারুল ইসলামসহ স্পন্সর প্রতিষ্ঠান, আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটি এবং ১৬টি দলের প্রতিনিধিরা।

মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, ‘প্রথমবার আয়োজনে ব্যাপক সাড়া এবং উৎসাহ উদ্দীপনা থেকেই আমরা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করেছি। তথ্যপ্রযুক্তির ব্যবসায়ীদের মধ্যে  মেলবন্ধন দৃঢ় করা এবং বিনোদনের জন্যই এ টুর্নামেন্টের আয়োজন। এ টুর্নামেন্টের মাধ্যমে প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা নিজেদের সম্পৃক্ত করে ব্যবসায়ের ক্লান্তি কাটিয়ে ওঠতে পারবেন বলে আমি আশাবাদী।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি, রানার আপ দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার আপ ট্রফি। প্রতিদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ দুই হাজার টাকা এবং ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ পাবেন পাঁচ হাজার টাকা। ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ হাজার টাকা।

টুর্নামেন্টে বিসিএসের সদস্য কোম্পানি এবং তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন বা প্রতিষ্ঠানের মোট ১৬টি দল অংশ নেবে। দলগুলো হচ্ছে—আররা টেকনোলজিস লিমিটেড, বাদশা দ্য কিং, সি এস আই ফাইটার্স, ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশন, ইসেট স্ট্রাইকার্স, এক্সেল রয়েলস, এক্সিবিটাস গর্জন, গ্লোবাল অ্যাভেঞ্জার্স, ইনপেইস, জাবরা প্যানাকাস্ট, মতিঝিল সুপার কিংস, নাঈমা ওয়ারিয়র্স, রেড্রাগন ওয়ারিয়র্স, স্টারেক্স টাইগার্স, টিম অরাস এবং টেকল্যান্ড টাইটান্স।

টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিটি টিমে ১২ জন করে খেলোয়াড় থাকবে। ৯ জন খেলোয়াড় মাঠে নামবে। প্রতিটি দলে কমপক্ষে দুজন বিসিএস সদস্য অন্তর্ভূক্ত থাকবেন এবং কমপক্ষে এক জনকে খেলায় অংশগ্রহণ করতে হবে। নক-আউট পদ্ধতিতে ১৬ ওভারের সীমিত এ ক্রিকেট টুর্নামেন্টে টেপ টেনিস বল দিয়ে খেলা হবে। টুর্নামেন্টটি আইসিসির নিয়মাবলী অনুসারে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত আম্পায়ারের মাধ্যমে খেলা পরিচালনা করা হবে এবং টুর্নামেন্টের খেলা, ধারাভাষ্য, স্কোর ও সব অনুষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্নভাবে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অংশগ্রহণকারী প্রতিটি দলকে আয়োজক কমিটি কতৃক নির্ধারিত জার্সি সরবরাহ করা হবে এবং এই জার্সি পরেই খেলোয়াড়গণ খেলায় অংশ নেবেন।

সংবাদ সম্মেলন শেষে ১৬টি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। উদ্বোধনী ম্যাচে ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় এক্সিবিটাস গর্জনের মুখোমুখী হবে নাঈমা ওয়ারিয়র্স। ২ মার্চ দুপুর ২টার দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ‘বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’-এর টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড, গোল্ড স্পন্সর গিগাবাইট, এমএসআই এবং টিপি-লিংক। টুর্নামেন্টের সিলভার স্পন্সর ওলা, নেটিশ, রাপো এবং সাউথ বাংলা কম্পিউটার্স।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here