হারমনিওএস
হারমনি অপারেটিং সিস্টেমের ৩.১ ভার্সনের নতুন আপডেট শিগগিরই চালু করবে হুয়াওয়ে। পি৫০ ও মেট ৫০ সিরিজে সফলভাবে ডেভেলপার বেটা পরীক্ষার পর নতুন সিদ্ধান্তের কথা জানাল প্রতিষ্ঠানটি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হারমনিওএস ৩.১-এর দ্রুত উন্নয়ন হচ্ছে। এপ্রিলের শুরুতে অপারেটিং সিস্টেমটি উন্মোচন করতে পারে চীনের প্রতিষ্ঠানটি। নতুন অপারেটিং সিস্টেমটির আপডেটে কন্ট্রোল ও নোটিফিকেশন প্যানেলে নতুন অ্যানিমেশন যুক্ত করা হবে।
এছাড়া ইন্টারফেস ব্যবহারে আরামদায়ক অনুভূতি দিতেও বেশ পরিবর্তন আনা হবে বলে সূত্রে জানা গেছে। এছাড়া অপারেটিং সিস্টেমে মিডিয়া ম্যানেজম্যান্টেও জন্য নতুন সিস্টেম এবং সব উইজেটের ডিজাইনে পরিবর্তনও এনেছে হুয়াওয়ে।
হারমনিওএস ৩.১ অপারেটিং সিস্টেমটি যেকোনো কাজ দ্রুত সম্পাদনে ও অ্যাপ চালুতে গ্রাহককে উন্নত অভিজ্ঞতা দেবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। মূলত নতুন ভার্সনের ফ্রেমওয়ার্কে হারমনিওএস ডিজাইন ব্যবহারের কারণেই এটি সম্ভব হচ্ছে। এ ফ্রেমওয়ার্কটি ডেভেলপারদের মাধ্যাকর্ষণ শক্তিনির্ভর ফিজিক্স সিস্টেমের ওপর অ্যানিমেশন তৈরিতে সহায়তা করে থাকে।
হারমনিওএস ৩.১-এ আর্কটিএস ডেভেলপমেন্ট ভাষা রয়েছে। এটি টাইপস্ক্রিপ্টনির্ভর এবং আর্কইউআই ফ্রেমওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত বিভিন্ন প্লাটফর্ম ও ডিভাইসের জন্য ডিস্ট্রিবিউটেড অ্যাপ ইন্টারফেস তৈরিতে এ ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরো দ্রুত ও কার্যকর অ্যাপ উন্নয়নে আর্ক কম্পাইলরেও পরিবর্তন আনা হয়েছে।
চলতি মাসের শেষে পি৬০ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসের মাধ্যমে হারমনিওএস ৩.১ ব্যবহারের কথা ভাবছে হুয়াওয়ে। পর্যায়ক্রমে মেট ৫০ ও পি৫০ সিরিজে এটি চালু করা হবে। এরপর পুরনো ডিভাইসগুলোর অপারেটিং সিস্টেমে আপডেটিং আনা হবে।