লিংকডইনেও আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এ সুবিধা চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে কাজের ধরন বা বিবরণ লিখতে পারবেন। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি চালুর জন্য কাজও শুরু করেছে লিংকডইন।
লিংকডইনের তথ্যমতে, ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলেই তা সুন্দর করে সাজিয়ে লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি। ফলে সহজেই নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। অপর দিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো পদের নাম ও কাজের বিবরণ লিখে দিলে সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে দেবে টুলটি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবে।লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। আর তাই চাকরির উপযোগী প্রোফাইল তৈরির জন্য নিয়মিত নিজেদের প্রোফাইল হালনাগাদ করেন ব্যবহারকারীরা। অপর দিকে বিভিন্ন প্রতিষ্ঠানও নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দক্ষ কর্মী সংগ্রহ করে। আর তাই চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দিতেই টুলটি চালু করা হচ্ছে বলে জানিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ।