যুক্তরাষ্ট্রে অর্থের বিনিময়ে নীল টিক দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর এবার যুক্তরাষ্ট্রে অর্থের বিনিময়ে নীল টিক দেওয়ার কার্যক্রম শুরু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ উদ্যোগের আওতায় প্রতি মাসে নির্দিষ্ট ফি প্রদান করে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নীল টিক ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষাসুবিধা পাওয়া যাবে।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় খুদে ব্লগ লেখার সাইট টুইটারের আদলে ‘মেটা ভেরিফায়েড’ নামের এ উদ্যোগ চালু করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের এই ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১২ মার্কিন ডলার এবং আইওএস সংস্করণে ১৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তাসুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যবহারকারীরা।
মেটার তথ্যমতে, চাইলেও সব ব্যবহারকারী নিজেদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্থের বিনিময়ে নীল টিক যুক্ত করতে পারবেন না। শুধু ১৮ বছর বয়সী ব্যবহারকারীরা সরকারি পরিচয়পত্র জমা দিয়ে নীল টিক যুক্ত করতে আবেদন করতে পারবেন।
গত ১৯ ফেব্রুয়ারি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন বা গ্রাহকসেবা চালু করা হবে। এরপর গত মাসেই পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অর্থের বিনিময়ে নীল টিক সুবিধা চালুর কার্যক্রম শুরু করে মেটা। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এ সুবিধা চালু করা হবে।