বাংলা চ্যাটজিপিটি ‘আলাপচারী’
একবার ভেবে দেখুন, চ্যাটজিপিটির সুবিধা যদি বাংলায় পাওয়া যেতো তাহলে কতটা ভালো হতো। চ্যাটজিপিটি নিয়ে হইহুল্লোড় তো কম হলো না। এই সুবিধা পৃথিবীর সবাইকে মুগ্ধ করেছে। কিন্তু এই অ্যালগরিদম শুধু ইংরেজি ভাষার জন্যই সুবিধা দেবে। বাংলায় হলে মন্দ হতো না। নেই তা তো বলা যাবে না।
বাংলায় রয়েছে ‘আলাপচারী’। এটি মূলত চাট্রিক ইঞ্জিনে চলে। জিপিটি-৩’র মতো বৃহৎ ভাষা মডেলগুলোর ওপরে একটি লেয়ার হিসেবে কাজ করে। চ্যাটজিপিটিও একই ধরনের ভাষা মডেল ব্যবহার করে। কিন্তু চ্যাটজিপিটির মতো বাংলা ভাষার নবীন এই চ্যাটবট বর্তমানে পূর্ববর্তী কথোপকথন থেকে প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করতে পারে না।
এখানে প্রতিটি নতুন প্রশ্নকে একটি স্বাতন্ত্র অনুরোধ হিসেবে বিবেচনা ও মূল্যায়ন করা হয়। যেখানে আপনি আগে থেকে জিজ্ঞেস করেছেন এমন কিছু দ্বারা প্রভাবিত হয় না। তারপরও ভাষা মডেলের ওপর ভিত্তি করে ডাটাবেজে থাকা তথ্য থেকে প্রাসঙ্গিক বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দিতে পারে। যে কেউ তার প্রশ্নের উত্তর তৈরিতে চ্যাটবট ব্যবহার করতে পারেন। এখন পর্যন্ত সফটওয়ারটি বাংলা ইউনিকোডে লেখা প্রশ্ন গ্রহণ করে এবং এর বিনিময়ে শুধু আমাদের মাতৃভাষায় সৃজনশীল, ‘সুচিন্তিত’ উত্তর প্রদান করে।
প্রথমদিকে এটিকে চ্যাট্রিক ইঞ্জিনের জন্য একটি প্রুফ অব কনসেপ্ট হিসেবে শুরু করা হয়। এটি জিপিটি-৩ এবং বিইআরটি ভাষা মডেলে প্রাসঙ্গিক শিক্ষাগ্রহণ এবং অনুবাদ কার্যক্রম পরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল। যেহেতু বাংলা এআই-এর অবস্থা এখনো ‘প্রুফ-অব-কনটেক্সট’ পর্যায়ে। তাই এর উত্তরগুলো যে পুরোপুরি নির্ভুল হবে তা কিন্তু নয়। তবে প্রযুক্তির জগতে এটি নিশ্চয়ই একটি মাইলফলক।
শুনে ভালো লাগছে তাইনা? তাহলে একবার ঘুরে দেখে আসুন কিন্তু।