টুইটারে থাকছে না টু ফ্যাক্টর অথেনটিকেশন
২০ মার্চ থেকে টুইটারে আর থাকছে না টু ফ্যাক্টর অথেনটিকেশন। অর্থাৎ বাড়তি সুরক্ষার ফিচার হারাচ্ছেন ব্যবহারকারীরা। এ সময়ে নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনেকেই। তবে যদি নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখতেই হয় তবে কয়েকটি বিষয়ে মনোযোগ বাড়ানো দরকার। মূলত টুইটারে মোবাইল নাম্বার-নির্ভর টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রয়েছে। মোবাইল নাম্বার-নির্ভর হওয়ায় অতীতেও অনেকে নিজের অ্যাকাউন্ট হারিয়েছেন এবং মোবাইল নাম্বার থাকলেই তার অ্যাকাউন্টে অ্যাক্সেস পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। এ বিষয়টি লক্ষ করেই টুইটার ২০ মার্চ থেকে এই সিকিউরুটি ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টুইটারের এমন সিদ্ধান্ত অবশ্য ব্যবহারকারীরা ভালোভাবে নেয়নি। অনেকেই তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেছে ইতোমধ্যে।