চ্যাটজিপিটির সাহায্যে তৈরি করা যাবে ভিডিও
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে। নির্ভুল শব্দচয়ন ও ভাষা ব্যবহার করায় চ্যাটজিপিটির লেখা মানুষের মতোই হয়। মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি এবার লেখা দেখে সে অনুযায়ী ভিডিওও তৈরি করে দেবে। নতুন এ সুবিধা চালুর জন্য চ্যাটজিপিটির নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জার্মানির প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) আন্দ্রেয়াস ভন জানিয়েছেন, চ্যাটজিপিটি-৪ নামের নতুন সংস্করণটি আগামী বৃহস্পতিবার উন্মুক্ত করা হবে। এটি বার্তা লেখার পাশাপাশি অডিও এবং ভিডিও তৈরি করতে পারবে।