গুগল পিক্সেল ৮ সিরিজের ফিচার জেনে নিন
গুগলের পিক্সেল সিরিজ নিয়ে ক্রেতাদের আগ্রহের কমতি নেই। পিক্সেল ৭ সিরিজটি বাজারে আসার পর সফলতার মুখ দেখেছে। এবার বাজারে আসতে চলেছে পিক্সেল ৮ সিরিজ। তবে কেমন হতে পারে গুগলের পরের ফোনটি তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। বিশেষত স্টক অ্যান্ড্রয়েডের ফোনটি বিগত কয়েকটি সিরিজেই গ্রাহকদের সামনে কিছু বড় পরিবর্তন নিয়ে এসেছে।
গুগল নিজে কিছু না জানালেও টুইটারে নির্ভরযোগ্য একটি সূত্রে পিক্সেল ৮ সিরিজের কিছু লিক ছবি পাওয়া গেছে। ছবিগুলোতে পিক্সেল ৮ সিরিজের ফোনগুলোকে বিভিন্ন দিক থেকে দেখানো হয়েছে। ছবিগুলো দেখে আন্দাজ করা যেতে পারে এবার ফোনের আয়তনটা একটু ছোট হতে চলেছে। বড় স্ক্রিনের দিকে না গিয়ে গুগল এবার ছোট স্ক্রিনের দিকে আগাচ্ছে। অন্য ফোনের মতো শার্প এজের বদলে রাউন্ডেড এজের ডিজাইনটি হাতে ভালো গ্রিপ দেবে। তাছাড়া সামনে একটি হোলপাঞ্চ রয়েছে যেখানে সেলফি ক্যামেরা থাকবে।
চলতি বছরের শেষদিকে ফোনটি বাজারে আসার কথা রয়েছে। ফোনটিতে জরুরি সব সেন্সর, ক্যামেরা, হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। যদিও ফোনটিতে কি প্রসেসর ব্যবহার করা হবে তা জানা যায়নি। তবে অনুমান করা যায়, ফোনটিতে গুগলের নেক্সট জেনারেশন টেনসর চিপ ব্যবহৃত হবে।