ক্লাসিক্যাল মিউজিক অ্যাপ চালু করছে অ্যাপল
অ্যাপল মিউজিক ঘোষণা দিয়েছে চলতি মাসের শেষের দিকে তারা একটি স্বতন্ত্র অ্যাপ থেকে ক্লাসিক্যাল মিউজিক বা ধ্রুপদী সঙ্গীত স্ট্রিমিং সেবা চালু করবে। প্রতিদ্বন্দ্বী স্পটিফাই থেকে নিজেকে আলাদা করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে অ্যাপল। খবর এএফপি।
সম্প্রতি মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি জানিয়েছে, আগামি ২৮ মার্চ থেকে ক্লাসিক্যাল মিউজিক অ্যাপটি চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার ক্লাসিক্যাল গান শোনা যাবে।
এই অ্যাপে বিশ্বের বৃহত্তম ক্লাসিক্যাল মিউজিকের ক্যাটালগ থাকবে। এতে থাকবে এক্সক্লুসিভ সব অ্যালবাম। এছাড়া এই অ্যাপে এমন একটি উন্নত সার্চ ইঞ্জিন থাকবে যা অন্যান্য কোনো অ্যাপে দেখা যায় না।অ্যাপল জানিয়েছে, এই অ্যাপটি অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশনে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যাবে। শিগগিরই অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসগুলোতেও পাওয়া যাবে এই অ্যাপ। অ্যাপ স্টোরে প্রি-অর্ডার করা যাচ্ছে অ্যাপটি।