খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

কৃত্রিম প্রযুক্তিনির্ভর জিমেইল ও ক্লাউড পরিষেবা এনেছে গুগল

গুগলের আলফাবেট দলটি সম্প্রতি জানিয়েছে তারা জিমেইল, ক্লাউড সেবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু করেছে। গুগলের প্রতদ্বন্দ্বী মাইক্রোসফট ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে গুগলকে টেক্কা দেয়ার নজির স্থাপন করেছে। এমন সময় গুগলই বা ছাড় দেবে কেন? তারাও মাইক্রোসফটের আগেই এমন একটি ঘোষণা দিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

আলফাবেটের তরফে জানানো হয়েছে, গুগল ডকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে রিপোর্ট তৈরি থেকে শুরু করে জরুরি কিন্তু নিয়মতান্ত্রিক কাজগুলো সহজেই করে নেওয়া যাবে। শুধু তাই নয়, জিমেইলের মেসেজগুলোর সারমর্ম উপস্থাপন, গুগল স্লাইডে কোনো প্রেজেন্টেশন তৈরিকরণ থেকে শুরু করে ক্লাউডে যেকোনো কাজ করে নেওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উৎপাদনশীলতাকে একধাপ এগিয়ে নিয়ে যেতেই আলফাবেট এমন প্রক্রিয়া শুরু করছে।

মাইক্রোসফট ও গুগল এই দুই কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৃজনশীল রচনাপদ্ধতির প্রয়োগ করার চেষ্টা করছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ গতিশীল করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা পরীক্ষা করে নেওয়া জরুরি। তবে গুগলের এই পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছে অনেকেই। 

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here