উবারে যুক্ত হয়েছে চালকবিহীন গাড়ি
আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারে যুক্ত হয়েছে চালকবিহীন গাড়ি। উবার অ্যাপের মাধ্যমে সাধারণ গাড়ির মতোই চালকবিহীন গাড়ি ভাড়া নেওয়া যাবে। এ জন্য উবার অ্যাপে অবশ্যই চালকবিহীন গাড়ির অপশন নির্বাচন করতে হবে। আজ বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে উবার কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে উবারের চালকবিহীন গাড়ি ভাড়া নেওয়া যাবে। যাত্রীদের নিরাপত্তায় চালকবিহীন গাড়িতে উবারের পক্ষ থেকে একজন ব্যক্তি চালকের আসনে থাকবেন। পথে কোনো সমস্যা হলে গাড়ি নিয়ন্ত্রণ করবেন তিনি। প্রাথমিকভাবে এ পদ্ধতি অনুসরণ করা হলেও আগামী বছর থেকে কারও সাহায্য ছাড়াই চালকবিহীন গাড়ি পরিচালনার পরিকল্পনা রয়েছে উবারের।
চালকবিহীন এ গাড়ি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মোশনাল। চালকবিহীন গাড়ির প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিও করেছে উবার। শিগগিরই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ বেশ কিছু শহরে চালকবিহীন গাড়ি ভাড়া পাওয়া যাবে।
সূত্র: দ্য ম্যাশেবল