৮ মিনিটেই পৃথিবীর কক্ষপথে পৌঁছুবে বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড রকেট

ত্রিমাত্রিক মুদ্রণ (থ্রি-ডি প্রিন্টিং) পদ্ধতিতে বিশ্বের অনেক জটিল কাঠামো তৈরি করার পথ বের করেছেন গবেষকেরা। এই পদ্ধতিতে তৈরি করা হয়েছে একটি রকেট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কার্নিভ্যাল রকেট উেক্ষপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় শনিবার রকেটটি উেক্ষপণ করার জন্য স্থাপন করা হয় লঞ্চপ্যাডে। বিকেল ৪টার ৪৫ সেকেন্ডে আগে স্থগিত করা হয়। তবে যে কোনো সময় উড়াল দেবে টেরান ১ নামের এই রকেটটি।

রকেটটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক মহাকাশ প্রযুক্তি উদ্ভাবনী প্রতিষ্ঠান রিলেটিভিটি স্পেস। এর আগে গত বুধবার টেরান ১ রকেটটি উেক্ষপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তের তাপমাত্রার সমস্যার কারণে রকেট উেক্ষপণ বন্ধ রাখা হয়। সেটি উেক্ষপণ করার উদ্যোগ নেওয়া হয়। টেরান ১ নামের রকেটটির পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে আট মিনিট লাগবে। এ যাত্রাপথে নানা তথ্য সংগ্রহ করা হবে এবং এ ধরনের রকেট উেক্ষপণ প্রক্রিয়ার ধাক্কা সামলাতে পারে কি না, তা দেখা হবে। পরীক্ষা সফল হলে কম খরচে রকেট উেক্ষপণ করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রথম ফ্লাইটে কোনো কিছু বহন করছে না টেরান ১। তবে রকেটটি ১ হাজার ২০০ কেজি ওজনের বস্তু বহন করতে সক্ষম। এর আকার লম্বায় ১১০-ফুট; যার ব্যাস ৭.৫ ফুট  এবং এর ভরের ৮৫ শতাংশ ইঞ্জিন সহ ধাতব মিশ্রণ দিয়ে থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে। 

রকেট নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বে ত্রিমাত্রিক মুদ্রণ পদ্ধতিতে তৈরি করা বৃহত্তম বস্তু এটি। তাদের লক্ষ্য ছিল রকেটটির ৯৫ শতাংশই থ্রি-ডি প্রিন্টারে তৈরি করা। এ রকেটে ব্যবহার করা হচ্ছে এওন ইঞ্জিন, যা তরল অক্সিজেন ও প্রাকৃতিক গ্যাসে চলে। এ ধরনের পদ্ধতিতে ভবিষ্যতে মঙ্গল মিশনে যাওয়া সম্ভব হবে।

At HAMKO Future Tech Academy We are dedicated to shaping the future of technology by equipping students with the skills and knowledge needed to excel in the dynamic world of industrial attachment and freelancing programsHAMKO Future Tech Academy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here