মাইক্রোসফট লুপের প্রিভিউ উন্মুক্ত হলো
সম্প্রতি মাইক্রোসফট অফিসের সহযোগী একটি অ্যাপ লুপের প্রিভিউ উন্মুক্ত করেছে। মূলত যারা ওয়ার্ড বা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের নানা সুবিধা দিতেই লুপ চালু করা হয়েছে। টেক বিশেষজ্ঞদের মতে এটি একটি ফিউচারিস্টিক অ্যাপ্লিকেশন।
মাইক্রোসফট লুপের মাধ্যমে সহজেই ওয়ার্ড ফাইল তৈরি করা যাবে। এছাড়া এই এক অ্যাপ্লিকেশনেই মাইক্রোসফটের অন্যান্য ওয়েব অ্যাপ্লিকেশন যেমন মাইক্রোসফট ক্লাউড, ওয়ানড্রাইভ, প্রেজেন্টেশন ও হোয়াইটবোর্ডে সরাসরি কন্টেন্ট আকারে আপনার লেখা পেস্ট করে দিতে পারবেন। লুপের প্রিভিউ দেখে নিতে পারেন:
প্রিভিউ থেকে যা বোঝা যাচ্ছে লুপ অনেকটা নোশনের প্রতিদ্বন্দ্বী মডেল হিসেবে ব্যবহৃত হবে। নোশনের মতো কোলাবোরেটিভ অ্যাপ্লিকেশন এডোব, অ্যামাজন, ফিগমা ও অন্যান্য ব্যবসায় সংগঠন নোশন ব্যবহার করে। আর লুপের মাধ্যমে আরও ভালোভাবে এসব কাজ করা যাবে বলে দাবি মাইক্রোসফটের। প্রিভিউ দেখে অনেকেই মনে করছেন মাইক্রোসফট এবার ভালো একটি পণ্যই নিয়ে আসতে চলেছে